
গোপালগঞ্জে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-র সমাবেশে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই, ২০২৫) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।
ছাত্রশিবির, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা গোপালগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপির জেলা প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান ও সদস্য ইলিয়াস আহমদ।
এ সময় এনসিপির সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর