
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আসিফ আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জকে মনে হচ্ছে বাংলাদেশের কোনো জেলা নয়, মনে হচ্ছে একখণ্ড ছোট্ট দিল্লি।
তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব সন্ত্রাসী গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ জেলাটিকে (গোপালগঞ্জ) নিজেদের সন্ত্রাসীদের ক্যান্টনমেন্টে পরিণত করেছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হতে শুরু করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেয়। এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’ সহ নানান স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আসিফ আব্দুল্লাহ বলেন, অবিলম্বে গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নয়তো গোপালগঞ্জের যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এই অপতৎপরতায় লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের ছাত্রজনতা নিয়ে মার্চ করতে বাধ্য হবো।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশন সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, শেখ হাসিনার দোসদের গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে হাসিনা এবং তার দোসরদের কোনো জায়গা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, সারাদেশে যখন আওয়ামী লীগের ৩০০ এমপি পালিয়ে যায়, গোপালগঞ্জের গুটি কয়েকের লাফালাফি দেখে আমাদের মাঝে মধ্যে হাসি পায়। আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট খ্যাত সব সন্ত্রাসীর আশ্রয়দাতা যারা, গোপালগঞ্জে তারা আশ্রিত ছিল। তারা সবাই মিলে সন্ত্রাসী হামলা করেছে। অন্তর্বর্তী সরকার এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর