
গোপালগঞ্জে জুলাই মাসে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জুলাই যোদ্ধাদের আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুখরশেদ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সভাপতি শাহ পরাণ সুজন, বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ এবং সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন।
বক্তারা গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এর জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, যারা জীবন বাজি রেখে জুলাইয়ে আন্দোলন করেছে, তাদের ওপর গোপালগঞ্জে কীভাবে হামলা হয়, তা প্রশ্নবিদ্ধ। বক্তারা আরও বলেন, পঞ্চগড়েও ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর