
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেলের সভাপতিত্বে চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।
বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং শালীনতার সঙ্গে কথা বলার আহ্বান জানান। তাঁরা বলেন, বিএনপি কখনো জাতির সঙ্গে বেইমানি করেনি। একটি ইসলামপন্থী দল স্বাধীনতার বিরোধিতা করেছে, নব্বইয়ের দশকে বেইমানি করেছে এবং এখনো করছে। তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানান বক্তারা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর