
সুনামগঞ্জের মধ্যনগরে নৌকাডুবে শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে মধ্যনগর-পিঁপড়াকান্দা সড়কে ছোট ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুন্নাহার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার দুল্লবপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আবিদনগর তেলিগাঁও থেকে আনুমানিক ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি মধ্যনগরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে মধ্যনগর-পিঁপড়াকান্দা সড়কে ছোট ব্রিজের নিচে স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও বৃদ্ধা শামছুন্নাহার নৌকার ভেতরে আটকা পড়ে যান এবং নৌকাটির সাথে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মধ্যনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর