
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি পরিত্যক্ত বাঁশঝাড়ের নিচ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা রাস্তার পূর্ব পাশে শিশুটিকে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বাকাতলার মোড়ের পাশে বাঁশঝাড়ের বালুময় উঁচু স্থানে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির কান্না শুনতে পেয়ে তারা এগিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে বাঙ্গালভিটা গ্রামের পল্লী চিকিৎসক মোস্তফা কামালের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি শিশুটিকে মাতৃস্নেহে লালন-পালন করছেন।
পল্লী চিকিৎসক মোস্তফা কামাল জানান, যদি কোনো প্রকৃত পিতামাতা এসে শিশুটির সন্ধান করেন, তবে প্রশাসনিক সহায়তায় তাকে হস্তান্তর করা হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, সমাজসেবা অফিসের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে আলোচনা করা হবে এবং মাইকিং করে বিষয়টি জানানো হবে। যদি কেউ শিশুটির দাবিদার না আসে, তবে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ খবর