
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে। একই সঙ্গে ইবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র ইউনিয়ন শোক জানিয়ে বিবৃতি দিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্বে) প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন এক বিবৃতিতে সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারা এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পংকজ রায় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাজিদ আব্দুল্লাহ জুলাই আন্দোলনের একজন নির্ভীক সৈনিক ছিলেন। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী এক যৌথ বিবৃতিতে সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সাজিদ ভালো সাঁতারু ছিলেন উল্লেখ করে তাঁরা পুকুরে সাঁতার কাটতে গিয়ে নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ কারণ উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর