
জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই বিকালে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নগরকান্দা পেট্রোল পাম্প চত্বর থেকে একটি মৌন মিছিল শুরু হয়। মিছিলটি নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ চত্বরে এসে শেষ হয়।
মৌন মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সদ্য সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান বাবুল, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সদ্য সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সদ্য সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম জাজরিস, ছাত্রদল নেতা সুজন, আলী আকবর শরীফ আরমান প্রমুখ।
জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর