‘গোপালগঞ্জ কি ভারতের কোনো অঙ্গরাজ্য’ এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যদি এমনটা না হয় তাহলে ভারতে বসে হাসিনা যে হুকুম দেন তা পালিত হবে কেন? এই জেলা কি বাংলাদেশের বাইরে?
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সভায় তিনি এ প্রশ্ন করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘাপটি মারা যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। পাশের দেশ থেকে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে।
টানা ৩ দিন যেসব জায়গায় ভারী বর্ষণ হতে পারে
তিনি বলেন, শেখ হাসিনা বরাবরই রক্তের রাজনীতিতে বিশ্বাসী। তিনি এখনও দেশের বাইরে বসে হত্যার হুকুম দিয়ে যাচ্ছেন। ১৬ বছরে এ দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েও ক্ষ্যান্ত হননি তিনি।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর