
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন আবাসিক ছাত্রীরা।
শুক্রবার (১৮ জুলাই) সকাল পৌনে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) হল এবং জুলাই ৩৬ হলের আবাসিক ছাত্রীরা একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় তারা নিহত সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
বিক্ষোভে ছাত্রীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘সাজিদ আব্দুল্লাহ মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘ক্যাম্পাস কেন অরক্ষিত? প্রশাসন জবাব দে’, ‘পুকুরেতে ভাসছে লাশ, প্রশাসনের নেই লাজ’, ‘আর কতো ঝরলে লাশ, প্রশাসনের ভাঙবে লাজ’, ‘প্রশাসনের টালবাহানা, বন্ধ করো করতে হবে’, ‘সিসি টিভি নেই কেন? প্রশাসন জবাব চাই’, ‘নিরাপত্তা নিশ্চিত করো, শিক্ষার্থীদের রক্ষা করো’, ‘সাজিদের মৃত্যুর তদন্ত, দ্রুত করো করতে হবে’, ‘ক্যাম্পাসে ক্যামেরা, নিশ্চিত করো করতে হবে’, ‘ক্যাম্পাসে লাইটিং, নিশ্চিত করো করতে হবে’, ‘শতভাগ আবাসন, নিশ্চিত করো করতে হবে’ ও ‘শিক্ষার্থীদের আবাসন, নিশ্চিত করবে প্রশাসন’।
এসময় ছাত্রীরা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে তাদের এক সহপাঠীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের নাকে রক্তের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধারের দীর্ঘ সময় পরেও অ্যাম্বুলেন্স আসেনি। তারা এই ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার চান। অন্যথায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন। ছাত্রীরা আরও বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।
তারা আরও অভিযোগ করেন, প্রায়ই ছাত্রীরা বহিরাগত ও বাস ড্রাইভারদের দ্বারা হয়রানির শিকার হন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সিসি ক্যামেরা নেই এবং সামান্য বৃষ্টিতেই হলে বিদ্যুৎ চলে যায়। তারা দ্রুত এসব সমস্যার সমাধান চান।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর