
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং-বালুখালী সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা একটি মুরগিবাহী মিনি ট্রাকে গুলি চালালে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক হেলপার গুলিবিদ্ধ হন।
শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী হাজিপাড়ার বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। তিনি বর্তমানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গাড়ির চালক মো. শফি জানান, তাঁরা মুরগি ডেলিভারি দিতে বালুখালী গিয়েছিলেন। ফেরার পথে এমএসএফ হাসপাতালের কাছে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হলে গাড়ি থামাতে বাধ্য হন। গাড়ি না থামালে দুর্বৃত্তরা গুলি ছোড়ে, এতে একটি গুলি জাহাঙ্গীরের বুকে লাগে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ডাকাতদের ধরতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি কুতুপালং-বালুখালী সড়কে ডাকাতি ও গুলির ঘটনা বেড়েছে। নিয়মিত পুলিশি টহল না থাকায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার ও চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর