
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ আখ্যায়িত করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শনিবার কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে নাসিরুদ্দীন পাটওয়ারী এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে ঘের ও জায়গা-জমি দখল এবং চাঁদাবাজি করছেন।
যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার ইঙ্গিত বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদের দিকে ছিল বলে মনে করা হচ্ছে। নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘কক্সবাজারের জনতা রাজপথে গডফাদারদের ঠেকিয়ে দেবে।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ আদায়ের ঘোষণা দেন এবং ৩ আগস্ট শহীদ মিনারে বড় জমায়েতের ডাক দেন।
নাসিরুদ্দীনের এই বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে এবং জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সাধারণ মানুষও এই মন্তব্যের সমালোচনা করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেছেন।
বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। নেতারা বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান ও রাজনৈতিক নির্বাসনে থাকা নেতাকে নিয়ে এমন কটূক্তি মেনে নেওয়া হবে না। তারা নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
চকরিয়ায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন এবং জেলার অন্যান্য উপজেলাতেও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সালাহউদ্দিন আহমদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর