
কুমিল্লা জেলার বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজা পাচারের সময় মা-মেয়েসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাওয়া করে স্থানীয়রা আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বাকশীমূল ইউনিয়নের উত্তর আনন্দপুরের হাবিল মিয়ার ছেলে জেনারুল হোসাইন জেনু (৩৪), দক্ষিণ আনন্দপুরের নোয়াব মিয়ার ছেলে মো. রুবেল (৩৫), পাঁচোড়া গ্রামের আব্দুল ওয়াসেদ মিয়ার মেয়ে আসমা আক্তার (২০), মাশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে জাহানারা বেগম (৩৬) এবং একই গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া (৫০)।
পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে এবং অটোরিকশাটি জব্দ করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর