
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় লোকজনের বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর জনতা মার্কেটের সামনে পৌঁছালে উত্তেজিত জনতা গাড়ির ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চ ভেঙে দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত জনসভায় দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় এই পরিস্থিতির সূত্রপাত হয়।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সমাবেশে নাম উল্লেখ না করে বলেন, "আওয়ামী লীগের আমলে যেমন নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিলেন, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল, জায়গা-জমি দখল, চাঁদাবাজি করছেন। আবার নাকি সংস্কারও বোঝেন না। আমি নাম বলছি না। তবে কক্সবাজারের জনতা এসব সংস্কারবিরোধীকে রাজপথেই ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।"
বিএনপির নেতাকর্মীদের দাবি, এই বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে।
এই বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেল থেকে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করা একজন নেতাকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে অপমান করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং কক্সবাজারের মানুষের আত্মমর্যাদায় আঘাত।
অন্যদিকে, এনসিপির কেন্দ্রীয় নেতারা চকরিয়া ত্যাগ করলেও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, "রাজপথে রাজনীতি করতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চকরিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর