
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপি-সহ কামাল হোসেন (৪৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে লাউরেরগড় বিওপির অধীন বিজিবির একটি টহল দল তাকে আটক করে। কামাল হোসেন উপজেলার ঘাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, কামাল হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় রুপি নিয়ে দেশে ফিরছিলেন। সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগড় নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃতকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর