
টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে এক গৃহস্থের ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহুরিয়া গ্রামে মাইনুদ্দিন ওরফে সেনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, চোরেরা পিকআপযোগে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে দাবি করেছেন মাইনুদ্দিন।
মাইনুদ্দিনের ছেলে আজিজ মিয়া জানান, তাঁর বাবা বাড়ির সামনের দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে লোকজনের শব্দ পেয়ে তিনি জেগে যান। দোকান থেকে বের হয়ে দেখেন, কয়েকজন লোক একটি পিকআপে করে কয়েকটি গরু নিয়ে যাচ্ছে। তাঁর বাবা পিকআপটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে থাকা একটি ষাঁড়, একটি গাভীন গরু ও একটি বাছুর নেই।
আজিজ মিয়া আরও জানান, এর আগেও উপজেলার কয়েকটি জায়গায় গরু চুরির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি, তাই তাঁরা আর থানায় অভিযোগ করেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর