
গুজরাটের কচ্ছ জেলার আনজারে এক নারী পুলিশ কর্মকর্তাকে তাঁর দীর্ঘদিনের প্রেমিক, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) কনস্টেবল দীলীপ ডাঙ্গচিয়া হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনায়, শনিবার দীলীপ নিজেই আনজার পুলিশ স্টেশনে গিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন, যেখানে নিহত নারী পুলিশকর্মী কর্মরত ছিলেন।
২৫ বছর বয়সী অরুণাবেন নাটুভাই জাদব আনজার থানার সহকারী উপ-পরিদর্শক (ASI) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তাদের বাসায় একটি ছোটখাট কথা কাটাকাটি হয়, যেখানে অরুণাবেন তার প্রেমিকের মায়ের বিষয়ে কিছু কটু কথা বলেন।
অঞ্জরের ডেপুটি পুলিশ সুপার মুকেশ চৌধুরী জানিয়েছেন, "একটু রাগের আবেশে দীলীপ অরুণাবেনকে গলায় ধরে হত্যা করেছেন।"
দোষী প্রমাণিত দীলীপ বর্তমানে মণিপুরে CRPF-এ কর্মরত ছিলেন এবং তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তারা বিয়ের পরিকল্পনাও করছিলেন।
পুলিশ জানিয়েছে, "তারা ২০২১ সাল থেকে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তখন থেকেই একসঙ্গে বসবাস করছিলেন।"
ঘটনাটি তদন্তাধীন রয়েছে, পুলিশ বিস্তারিত জানাবে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর