
কিশোরগঞ্জের ইটনায় উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনে যুবদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেলে ইটনা কলেজ মাঠে সম্মেলনের অতিথিদের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সালাউদ্দিন বক্তব্য দেওয়ার সময় অন্য একজন যুবদল নেতা তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, পরে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত পরিস্থিতি শান্ত করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইটনা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাহফুজুর রহমান মাফুজের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা।
কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী প্রধান বক্তা হিসেবে এবং জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম উদ্বোধক হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর