
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জাম্বুরা পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে বিষাক্ত সাপ কামড় দেয়।
রেকসন হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সাপে কাটার পর তারা প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করে। অবস্থার অবনতি হলে সকালে শিশুটিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। সাপে কাটার পরে দ্রুত চিকিৎসা শুরু করলে ভালো ফল পাওয়া যায়। সচেতনতার অভাবে অনেকে শুরুতে ওঝার ওপর নির্ভর করে সময় নষ্ট করে, जिससे প্রাণহানির আশঙ্কা বাড়ে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়রা রেকসনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি অঞ্চলে সাপে কাটার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা নিশ্চিতকরণ এবং প্রত্যন্ত এলাকায় সহজলভ্য বিষনিরোধী ইনজেকশনের ব্যবস্থা করা গেলে এ ধরনের মৃত্যুর ঘটনা রোধ করা সম্ভব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর