
ওষুধ সংকটে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিক কার্যত অচল হয়ে পড়েছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা নিতে আসা রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছেন।
সরেজমিনে কয়েকটি ক্লিনিক ঘুরে দেখা গেছে, প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত প্যারাসিটামল, ওআরএস, ফ্ল্যাজিল, গ্যাস্ট্রিকের ওষুধ এবং মৌলিক অ্যান্টিবায়োটিকের তীব্র সংকট রয়েছে।
টুনিপাড়া গ্রামের মর্জিনা খাতুন জানান, জ্বর নিয়ে ক্লিনিকে এসেও ওষুধ না পেয়ে তাকে ফিরে যেতে হয়েছে। চাঁদপুর এলাকার কৃষক লুৎফর রহমান জানান, আগে ফ্রিতে গ্যাস্ট্রিকের ওষুধ পেতেন, এখন কিনতে হচ্ছে, যা তার সংসারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্যকর্মী জানান, প্রায় ছয় মাস আগে সর্বশেষ ওষুধ সরবরাহ করা হয়েছিল, যা এক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর আর কোনো ওষুধ আসেনি।
সরকারি নীতি অনুযায়ী, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত ৩০ ধরনের ওষুধ থাকার কথা থাকলেও, বাস্তবে অধিকাংশ ক্লিনিকে সেই ওষুধ নেই।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করছেন।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, ওষুধের এই দীর্ঘমেয়াদী সংকট শুধু স্বাস্থ্যসেবা ব্যাহত করছে না, সরকারের প্রতি জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে। একজন বৃদ্ধ রোগী জানান, কমিউনিটি ক্লিনিককে ভরসা ভাবলেও এখন সেই ভরসায় ঘাটতি দেখা দিয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর