
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক ‘তাকিওন’ সিরিজে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দিচ্ছে। বর্তমানে বাজারে থাকা ৩টি মডেলে প্রতি কিলোমিটার যাতায়াতে খরচ হবে মাত্র ১০-১৫ পয়সা।
তাকিওন ১.০০ (৩৮এএইচ), তাকিওন ১.০০ (২৬এএইচ) এবং তাকিওন লিও (২৩এএইচ) মডেলের ই-বাইকগুলো দেশজুড়ে সকল ওয়ালটন প্লাজা, অফিসিয়াল ডিলার আউটলেট ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
তাকিওন ১.০০ (৩৮এএইচ) এবং তাকিওন ১.০০ (২৬এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। তাকিওন লিও (২৩এএইচ) মডেলের ক্ষেত্রে এই ক্যাশব্যাক ২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
নগদ ক্রয়ের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য। কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে প্রথম মাসের কিস্তির সঙ্গে ক্যাশব্যাক সমন্বয় করা হবে। ই-বাইক কেনার পর গ্রাহকরা নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ জানতে পারবেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার) তৌহিদুর রহমান রাদ জানান, স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় তাকিওন ইলেকট্রিক বাইক গ্রাহকদের মন জয় করেছে। তাই গ্রাহকদের জন্য এই ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, চলতি বছরে উন্নত স্পেসিফিকেশনের আরও অনেক মডেলের ই-বাইক বাজারে ছাড়া হবে।
তাকিওন ১.০০ মডেলে রয়েছে ১.২ কিলোওয়াট রেটেড ও ১.৫ কিলোওয়াট সর্বোচ্চ ক্ষমতার ডিসি ব্রাশলেস মোটর, যা বাইকটিকে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিমি গতি দিতে সক্ষম। একবার চার্জে ২৬ অ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারির মডেলটি ৭০-৮০ কিমি এবং ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির মডেলটি ১২০-১৩০ কিমি পর্যন্ত চলতে পারে। এটি ব্লু, রেড ও গ্রে রঙে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, তাকিওন লিও মডেলে রয়েছে ৮০০ ওয়াট হাব মোটর এবং ৪৮ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন লেড এসিড ব্যাটারি, যা একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এর সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা। এই মডেলটি অলিভ, ব্লু এবং রেড কালারে পাওয়া যাচ্ছে।
বর্তমানে তাকিওন ১.০০ (৩৮এএইচ) এর মূল্য ১৫৯,৫০০ টাকা, তাকিওন ১.০০ (২৬এএইচ) এর মূল্য ১৩৭,৫০০ টাকা এবং তাকিওন লিও (২৩এএইচ) এর মূল্য ৭৮,৭৫০ টাকা।
প্রতিটি মডেলের সাথে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং দেশজুড়ে দ্রুত আফটার সেলস সার্ভিস। এছাড়াও কল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক সেবা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে ওয়ালটন।
সর্বশেষ খবর