
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়নে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এ রিট দায়ের করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুর ১টায় রিট আবেদনটির শুনানির সময় নির্ধারণ করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
রিটে আরও উল্লেখ করা হয়, বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণের কী ধরনের কার্যক্রম রয়েছে, তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে হবে।
এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষক-শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা ও আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনার আবেদন করা হয়েছে।
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর