
আসন্ন বৃহস্পতিবার, ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে ২২ জুলাইয়ের পরীক্ষাও বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার পরীক্ষাসমূহ স্থগিতের এই ঘোষণা দেন।
এর আগে গতকাল সোমবার, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী আহত হয়েছেন।
মর্মান্তিক এই ঘটনার পর সরকার মঙ্গলবার একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করলেও প্রথমে এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে অটল ছিল শিক্ষা মন্ত্রণালয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে মধ্যরাতে সিদ্ধান্ত পরিবর্তন করে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে। শিক্ষাসচিব ও উপদেষ্টারা সেখানে গেলে তারা শিক্ষার্থীদের ঘিরে ফেলেন এবং দাবি মানার জন্য চাপ সৃষ্টি করেন।
অবশেষে শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নেয়। উপদেষ্টাদের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ খবর