সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলটি সাময়িক। এটি কেবল মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এ ফলাফলের ভিত্তিতে কোনো শূন্য পদে সরাসরি নিয়োগের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। পাশাপাশি ফলাফলে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dpe.gov.bd) পাওয়া যাবে।
চূড়ান্তভাবে প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের সমন্বয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী গ্রহণ করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর