৫০তম বিসিএস ২০২৫-এর প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেসব কেন্দ্রের সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) ৫০তম বিসিএস ২০২৫-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রগুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন প্রবেশ ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর