
পাবনা প্রতিনিধি পাবনার চাটমোহরে ব্যাটারী চালিত অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কামরুজ্জামান আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্যাটারী চালিত অটোভ্যান চার্জের থেকে খুলতে গিয়ে হঠাৎ করেই বিদ্যুতায়িত হন কামরুজ্জামান। এসময় তার পরিবারের সদস্যরা ঘটনাটি বুঝতে পেওে সেখান থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের চাটমোহর শাখার ব্যাবস্থপক ও হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর