
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন গাইবান্ধার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে ‘কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখা’-এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, “শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়” এবং “আমার শিশুর বিচার তার মেধায় চাই”—এই ধরনের স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শিক্ষক নেতা মো. সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেষ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাস প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে নিবন্ধনপ্রাপ্ত কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি সংবিধান পরিপন্থী এবং শিক্ষাগত বৈষম্যের একটি ন্যক্কারজনক উদাহরণ।
তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে, বছরজুড়ে প্রস্তুতি নেয়, অথচ প্রতিষ্ঠান সরকারি নয়—এই অজুহাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
এতে প্রশ্ন উঠছে, শিক্ষা কি প্রতিষ্ঠাননির্ভর, না শিক্ষার্থীর যোগ্যতা ও মেধাভিত্তিক?
বক্তারা আরও বলেন, “সরকার যদি সত্যিই বৈষম্যবিরোধী অবস্থানে থাকে, তাহলে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল নিবন্ধিত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।”
উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর মাধ্যমে বৃত্তি প্রথা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ২০২৫ সালে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। তবে এতে অংশ নিতে পারবে কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা—এমন সিদ্ধান্তে দেশের কিন্ডারগার্টেন শিক্ষক-অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
সর্বশেষ খবর