
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইসপাড়া ব্রহ্মপুত্র নদ সংলগ্ন হলহলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে হলহলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে। এমন পদক্ষেপ আরও জোরদার করার দাবি জানান তারা। এ বিষয়ে সচেতন মহল প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, নদী ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা ভঙ্গের অপরাধে ১৫ (১) ধারায় তাকে শাস্তি দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর