
মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণের ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা বোধ বেড়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানাচ্ছেন, এর ফলে ইভটিজিং ও মাদক সেবনের মতো ঘটনা এখন অনেকাংশে কমে গেছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী পারিছা আক্তার বলেন, "আগে বহিরাগতরা বিদ্যালয়ে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করত, মাদক সেবন করত। এখন প্রাচীর হওয়ার পর আমরা নিরাপদ বোধ করি। প্রাচীরটি এখন আমাদের সুরক্ষার প্রতীক।"
নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, "প্রাচীর হওয়ার আগে বহিরাগতরা এসে ধূমপান করত, মেয়েদের বিরক্ত করত। এখন এসব নেই। আমরা চাই এই প্রাচীর যেন অক্ষত থাকে।"
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রাচীর নির্মাণের পর থেকে ক্লাস ফাঁকি দেওয়া, ইভটিজিং, মাদক সেবনসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ হয়েছে। তবে পাশের রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে প্রাচীর ঘিরে কিছু বিরোধ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুস ছাত্তার বলেন, "এই প্রাচীর শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আগে বহিরাগতদের কারণে পরিবেশ নষ্ট হতো, এখন তা নিয়ন্ত্রণে এসেছে।"
প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি জানান, প্রাচীর নির্মাণের ফলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও পড়ালেখার পরিবেশ ফিরেছে।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন প্রস্তুত রয়েছে।"
সর্বশেষ খবর