
দক্ষিণ কোরিয়াতে কনফারেন্স গিয়ে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারালো। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম The Daesoon Academy of Sciences (DAOS)-এর আমন্ত্রণে ৭ম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১৭ জুলাই ২০২৫ তারিখে দক্ষিণ কোরিয়া গমন করেছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর