
রাজধানীর মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের খবর পেয়ে অফিস থেকে স্ত্রী ও আত্মীয়দের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কিন্ত কোথাও মাহতাবকে খুঁজে পাচ্ছিলাম না।
পরে একজন চিকিৎসক মোবাইলে কল করে বার্ন ইউনিটের ৬ তলা যেতে বলে। গিয়ে দেখি আমার ছেলের তখনও জ্ঞান আছে। সে চিকিৎসককে আমার মোবাইল নম্বর দিয়েছিল। আইসিইউতে মাহতাব আমার হাত ধরে বলেছিল- বাবা আমি মরবো না। কিন্তু আমার মাহতাবকে আল্লাহ নিয়ে গেলেন।’
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মরদেহ কুমিল্লার দেবিদ্বারে নেওয়ার পর এভাবেই ছেলের শেষ সময়ের স্মৃতিচারণ করেন বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ‘ছেলেটা অনেক মেধাবী ছিল। ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাস্ট হয়ে ৭ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল। অনেক স্বপ্ন ছিল একমাত্র ছেলেটাকে নিয়ে। টানা ৩ দিন মাহতাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন তার প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। প্রথমে আইসিইউ এবং পরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। পরে বৃস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহতাবের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকে মাহতাবের অবস্থা ছিল সঙ্কটাপন্ন। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুরে তার মৃত্যু হয়।
মাহতাব দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। সে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বড় বোন নাবিলা ১০ম শ্রেণিতে পড়ে এবং ছোট বোন নাইসার বয়স ৩ বছর। তার বাবা গ্রেটওয়াল সিরামিকের এজিএম।
মাহতাবের মরদেহ সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে আনা হয়। রাত পৌনে ১০ টার দিকে উপজেলার চুলাশ উখারী বাজার শাহী ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এদিকে মাহতাবের এ অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাহতাবের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার শোকার্ত লোকজন ভিড় করছে। রাতে বৃষ্টি উপেক্ষা করে মাহতাবের নামাজে জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
ছেলের জানাজায় কান্নায় ভেঙ্গে পড়েন মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া। ছেলের রুহের মাগফেরাত কামনা তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর