
রাজবাড়ী জেলা শ্রমিক দল পাংশা পৌর শ্রমিক দলের ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। ২০ জুলাই রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে শহিদ সরদারকে সভাপতি এবং মাসুদ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাংশা পৌর শাখা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি শহিদ সরদার দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতপ্রাণ এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। শহিদ সরদার বলেন, "দলের দুঃসময়ে আমরা কয়েকজন রাজপথে মিছিল করেছি, এখন সংখ্যা অনেক। দীর্ঘ দিন পর এ কমিটিতে আমাকে সভাপতি করায় জেলার নেতাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল। পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।"
তিনি আরও বলেন, এই কমিটির মাধ্যমে শ্রমিক দলকে শক্তিশালী করে আগামীতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ সকল ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রামে পাংশা পৌর শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর দ্রুত আরোগ্য কামনা করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর