
ইতালির একটি ব্যস্ত রাস্তায় হুট করেই আছড়ে পড়েছে একটি উড়োজাহাজ। গত মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের ব্রেসিয়া এলাকায় এই বিধ্বস্তের ঘটনায় দুজন নিহতের তথ্য পাওয়া গেছে।
কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উড়োজাহাজটি বেশ ছোট আকারের ছিল।
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৭৫ বছর বয়সী আইনজীবী ও উড়োজাহাজের পাইলট মিলানের বাসিন্দা সার্জিও রাভাগ্লিয়া ও তাঁর বন্ধু ৬০ বছর বয়সী অ্যান মারিয়া দে স্টেফানো।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি। এর মধ্যেই রাস্তার মাঝখানে আছড়ে পড়ে একটি উড়োজাহাজ। এটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ধোয়া দেখা যায়। এর মধ্যেই কয়েকটি গাড়ি তাদের গতি থামাতে পারেনি।
কর্তৃপক্ষ বলছে, রাস্তায় জরুরি অবতরণ করতে চেয়েছিলেন উড়োজাহাজের পাইলট। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে দুজন গাড়িচালক বেঁচে যান। জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু এর আগেই উড়োজাহাজ পুড়ে যায়।
রার/সা.এ
সর্বশেষ খবর