
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো এ আগ্রহের কথা জানান। গত বুধবার ব্রাজিলের রাজধানীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলাম-এর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ড. তৌহিদুল ইসলাম জানান, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈঠকে তিনি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ ট্যারিফের কারণে উভয় দেশের ওপর পড়তে থাকা চাপের বিষয়টি তুলে ধরেন। এর প্রেক্ষিতে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা এবং যুক্তিসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন রাষ্ট্রদূত।
তিনি জানান, বাংলাদেশের পক্ষে থেকে এলসি (Letter of Credit) খোলায় বিদ্যমান সমস্যার সমাধান, পারস্পরিক শুল্ক হ্রাস, এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির একটি ধারণাপত্র ব্রাজিল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল জানিয়েছেন, বাংলাদেশকে শিগগিরই একটি সমঝোতা স্মারকের (MoU) খসড়া পাঠাবে ব্রাজিল।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, এ বছর ঢাকায় অনুষ্ঠেয় ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বিপক্ষীয় বৈঠকে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম বলেন, “এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে, এলডিসি-উত্তর বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের আগ্রহ আমাদের জন্য অর্থনৈতিক অগ্রগতির এক অনন্য সম্ভাবনা তৈরি করেছে।”
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর