
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হচ্ছে ৫ লাখ টাকা।’ তিনি বলেন, “গতকাল এক বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি জানালেন— আগে ঘুষ দিতেন ১ লাখ টাকা, এখন দিতে হচ্ছে ৫ লাখ। আমি জানি না আপনারা এটা কীভাবে দেখবেন, তবে এটিই বাস্তবতা।”
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দেশে কোথাও কোনো সুশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। আইন-শৃঙ্খলা বাহিনীতেও কার্যকর পরিবর্তন আসেনি। তবে রাতারাতি সংস্কার সম্ভব নয়। এ জন্য সময় লাগবে। তাই গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকলে চলবে না।”
তিনি আরও বলেন, “কোনো কিছুই জনগণের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। অতএব, বিলম্ব না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সংস্কার করতে হবে। সেই সংসদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “একটি রাজনৈতিক দল হিসেবে আমরা উপলব্ধি করি— বর্তমান রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামোর গুণগত পরিবর্তন প্রয়োজন। তবে এটি রাতারাতি সম্ভব নয়।”
তিনি বলেন, “নির্বাচনের কথা আমরা বলি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি— নির্বাচনের মাধ্যমেই সংসদে গিয়ে কাঠামোগত সংস্কার করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির লেখক ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর