
৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে এ দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হবিরবাড়ী স্পোর্টস একাডেমি আয়োজিত শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক ফুটবলার আমিনুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে যে 'আগামীতে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ বা রাজনৈতিকীকরণ করা হবে না'। দেশের জনগণ ও ক্রীড়া সংগঠক যারা রয়েছেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে সাজানো হবে। প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।
খেলাপূর্ব আলোচনা সভায় ভালুকা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টারের সঞ্চালনায় এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও হবিরবাড়ী স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হাসান রিয়াজ, সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, সারোয়ার জাহান ইমরান, নাসির উদ্দিন সরকার, খালেদা নার্গিস, হবিরবাড়ী স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা ও ইউনিয়ন যুবদল সভাপতি আবু সাঈদ জুয়েল, উপদেষ্টা আতিকুল ইসলাম আতিক, থানা যুবদল নেতা শামীম আহমেদ, হবিরবাড়ী স্পোর্টস একাডেমির ভাইস চেয়ারম্যান এম. এইচ. এম মামুন, ইমরানুল ইসলাম শাহিন, এমদাদুল হক খসরু, মোখলেছুর রহমান, আসাদুজ্জামান খোকন, শরিফ হাসান প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর