
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায় জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন।
শনিবার মহালছড়ি জোনের বিজিতলা মাস্টার পাড়া এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের গাইনি বিশেষজ্ঞ ডা. মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের ক্যাপ্টেন তাসমিয়া শাফিক এবং ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের এমও ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
চিকিৎসা সেবার মধ্যে বিশেষ করে স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি রোগের সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে এসব রোগের ঔষধ বিতরণ করা হয়।
ঔষধ পেয়ে বিজিতলা এলাকার বাসিন্দা মিল্টন চাকমা বলেন, "আমার স্ত্রী দীর্ঘদিন ধরে তলপেটের ব্যথায় কষ্ট করছিল। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজকে বিনামূল্যে ভালো গাইনি ডাক্তার দেখাতে পেরেছি। সে সঙ্গে টাকা ছাড়া অনেকগুলো ঔষধ পেয়েছি। আমরা অনেক খুশি।"
সাগরিকা চাকমা বলেন, "অনেক দূর থেকে আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি। দুই মাস ধরে চুলকানি রোগে ভুগছি। ডাক্তার দেখিয়েছি এবং ঔষধ পেয়েছি। সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।"
রোগীদের মধ্যে ২১৭ জন পাহাড়ি এবং ৮১ জন বাঙালি রোগী সেবা নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহালছড়ি জোন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর