
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে শপথ গ্রহণ করলেন নারী ও পুরুষেরা। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দেশব্যাপী জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শার্মিন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহি উদ্দিন। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি শপথ পাঠের সময় কিশোরগঞ্জ উপজেলায় অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন। এ সময় উপস্থিতিদের চোখে মুখে ফুটে ওঠে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের স্বপ্ন।
পরে স্থানীয়ভাবে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তা, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, দি রেড জুলাইয়ের কিশোরগঞ্জ কমিটির আহ্বায়ক মোতালেব হোসেন, জুলাই অভ্যুত্থানে আহত সিয়াম হোসেন ও জয়িতা মরিয়ম বেগম।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান পরিবেশন করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর