
ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে আসা ট্রেনের একটি বগি মাঝপথে বিচ্ছিন্ন হয়ে রেললাইনে আটকে গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম রেলস্টেশনে আটকা পড়েছে কক্সবাজারমুখী ‘প্রবাল এক্সপ্রেস’।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশনের অদূরে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পর ট্রেনের একদম শেষ বগির হুক ভেঙে যায়। এতে ট্রেন প্রায় ৩০ মিনিট সেখানে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক বলেন, বিকেল ৩টা ৮ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কিছুদূর যেতেই বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, মূল ট্রেনটি প্রায় ১০০ থেকে ১৫০ গজ সামনে গিয়ে থেমে যায়। পরে বিচ্ছিন্ন বগিতে থাকা যাত্রীদের মূল ট্রেনে তোলা হয় এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর