
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন মন্তব্য করেছেন, বর্তমানে মেহেরপুরে যারা কমিটি তৈরি করছে, তারা পকেট কমিটি তৈরি করছে। যোগ্য ব্যক্তিকে কমিটিতে না রেখে গ্রামের ছলিমদ্দি-নৈমদ্দিকে দিয়ে পকেট কমিটির সভাপতি করা হচ্ছে। এই সকল কার্যক্রম করে সংগঠনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
শনিবার বিকেল ৫টায় গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভাইদের কাছে আমাদের প্রশ্ন, যারা আওয়ামী লীগ করতেন এখনো আওয়ামী লীগ করেন, আপনাদের নেতৃবৃন্দ নিজে বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছেন। আপনাদের নেতাকর্মীদের কার কাছে রেখে গেছেন? কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি এ দেশের মানুষের কথা চিন্তা করে জেল খেটেছেন।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমাদের নেত্রীকে জেলখানায় রেখে প্রস্তাব দেওয়া হয়েছিল, যদি চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে চান তাহলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, 'এ দেশ আমার, এদেশের মাটি আমার, এদেশের মানুষ আমার, আমি বিদেশে চিকিৎসা নেব না। আমি এই দেশে বসেই চিকিৎসা নেব।'
আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেছে, জেল খেটেছে এ গাংনীর মানুষ। অনেক সময় বিভিন্ন ক্ষেতের জমিতে শুয়ে থেকেছে। অনেক কষ্ট করেছে নেতাকর্মীরা। তাই এই কষ্ট থেকে পরিত্রাণ পেতে আগামীতে সঠিক নেতা বেছে নিবেন।
এ সময় বিএনপি নেতা আমিরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, সুজন মাহমুদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর