
টঙ্গীতে ব্রাইট ইউথ ইউনিয়নের স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই ২০২৫, শুক্রবার গাজীপুর জেলার টঙ্গী উপজেলার ফিউচার ম্যাপ স্কুলে এই স্কলারশিপ পরীক্ষাটি আয়োজন করে তরুণ সংগঠন ব্রাইট ইউথ ইউনিয়ন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী।
সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত কয়েকজন শিক্ষার্থীকে Bright Youth Scholarship 2025-এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ব্রাইট ইউথ ইউনিয়নের প্রচার সম্পাদক রিফাত ইসলাম তরুন জানান, স্থানীয় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ও উৎসাহে তারা অনুপ্রাণিত। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, এমন উদ্যোগ সমাজে শিক্ষাবিষয়ক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণদের সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
আয়োজনে সহযোগিতার জন্য ফিউচার ম্যাপ স্কুলের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্রাইট ইউথ ইউনিয়ন।
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর