
মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা 'গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)'-এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলার সোনারুপা চা-বাগান হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিকসহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীর মাঝে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন করেন গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলামসহ অনেকে।
দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ-বান্ধব গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০ জন ছানি পড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত গ্রাউকের অধীনে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং দেড় শতাধিক দরিদ্র গ্রামীণ রোগীর ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর