
সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি-এর উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, সুনামগঞ্জ জেলা সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকগণ।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর