
রাঙ্গামাটির সবচেয়ে বড় ইউনিয়ন সাজেকের দুর্গম এলাকায় আড়াই লাখ কফি-কাজুবাদামের চারা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তবে এ প্রকল্প বাস্তবায়ন করবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসে কফি-কাজুবাদাম চাষের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে সাজেক ইউনিয়নের ১৪টি পাড়ায় ২৮৮টি পরিবারকে বাছাই করে কফি-কাজুবাদামের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার ৯২০টি কফি চারা ও ১ লক্ষ ৬ হাজার ৫৬০টি কাজুবাদাম চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার এবং আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই চারা প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় চারার সঙ্গে সারসহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জামাদি দেওয়া হয় কৃষকদের।
চারা বিতরণের সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, চারা সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী নার্সারির সমন্বয়কারী শিমুল চাকমা, সাজেক থানার কর্মকর্তা, বাগানচাষী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, 'সাজেকের প্রত্যন্ত এলাকায় অসহায় জুমিয়া চাষীদের কথা চিন্তা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের প্রচেষ্টায় এ বাগান প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে পরিষদের পক্ষ হতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর