
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গন গ্রামের প্রবেশমুখে গ্রামের পরিচিতির উদ্দেশ্যে একটি দৃষ্টিনন্দন প্রবেশপথ বা গেইট স্থাপন করা হয়েছে।
ওই গ্রামের কানাডা প্রবাসী সমাজসেবক সুমন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই গেইটটি স্থাপিত হয়েছে। এতে কানাডা প্রবাসী আসুক উদ্দিন, আমিনুল ইসলাম বুলবুল, মেহেদী হাসান দুলু, আসুক উদ্দিন, আমেরিকা প্রবাসী বদরুল হোসেন, আব্দুল বাসিত মামুন, ফ্রান্স প্রবাসী মনজুরুল আলম, আব্দুল গফুরসহ বিভিন্ন দেশে থাকা ওই গ্রামের প্রবাসীরা অর্থায়ন করেছেন। পাতিলাঙ্গন গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এই গেইটটি স্থাপন করা হয়।
গত রবিবার (২৭ জুলাই) গেইটের উদ্বোধনী অনুষ্ঠানে নয়াবাজার ষোলপনি ঈদগাহের ইমাম মাওলানা সায়েম উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, পাতিলাঙ্গন গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আয়ুবুর রহমান দুদু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ রুলন প্রমুখ উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর