
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সক্রিয় কর্মী খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে সংগঠনটি।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস (সন্তু) গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর অতর্কিত গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা বলেন, 'সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতির সন্ত্রাসীরা অতর্কিত গুলি করে আমাদের সদস্য খুকু চাকমাকে হত্যা করেছে।' তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।
নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর