
বিতর্কচর্চা সম্প্রসারণ ও যুক্তিনির্ভর সমাজ গঠনের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে ‘নোয়াখালী ডিবেটিং সোসাইটি (এনডিএস)’। সোমবার (২৮ জুলাই) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসাইন মুন্না সভাপতি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. ফাহাদ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এক বছরের জন্য ঘোষিত কমিটিতে মোট ২৩ জন সদস্য স্থান পেয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (বিতর্ক) সাজ্জাদুল ইসলাম, সহ-সভাপতি (প্রশাসন) জান্নাতুল মাওয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) খায়রুল হাসান, প্রচার ও মিডিয়ার যুগ্ম সম্পাদক জ্যানিসা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) ইব্রাহীম বিন ইসলাম, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান শান্ত।
এছাড়াও রয়েছেন সাংগঠনিক সম্পাদক মিরাজ মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান, দপ্তর সম্পাদক শওকত জামিল, যুগ্ম দপ্তর সম্পাদক লাবীব হাসান রিদওয়ান, অর্থ সম্পাদক মো. জাবেদ হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো. আবদুল মাহি। প্রচার ও মিডিয়া সম্পাদক সুমাইয়া আক্তার, যুগ্ম সম্পাদক আয়েশা আক্তার, বিতর্ক কার্যক্রম (বাংলা) তানজিলুর রহমান মুয়াজ, যুগ্ম সম্পাদক (বাংলা) শাহজাহান সামি, বিতর্ক কার্যক্রম (ইংরেজি) ফাইজুস সালেহীন সামিন।
স্কুল কার্যক্রম পরিচালনায় রয়েছেন তালহা মাহমুদ বিভব এবং কলেজ কার্যক্রমে আশফাকুল রহমান তানজিম। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন সাদনান হাসান, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক ফারহান আহমেদ তাহসিন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর, বিশ্লেষণী ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে গড়ে তুলতেই এনডিএসের যাত্রা। ইতোমধ্যে নোয়াখালীর প্রতিটি উপজেলায় বিতর্কচর্চার কার্যক্রম শুরু হয়েছে, যা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক মনোভাব ও চিন্তার বিস্তার ঘটাবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর