
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে ২০৩ পদাতিক ব্রিগেডের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোন। এই মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল, যার নেতৃত্বে ছিলেন মেজর মো. মোজাম্মেল হোসেন (মেডিসিন বিশেষজ্ঞ), মেজর তাসমিয়া আক্তার (গাইনী বিশেষজ্ঞ), ক্যাপ্টেন লাবনী জামান (মেডিকেল অফিসার)। এছাড়া দীঘিনালা সেনা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনিও চিকিৎসাসেবায় অংশ নেন।
মেডিকেল ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত প্রধান চিকিৎসক মেজর মো. মোজাম্মেল হোসেন বলেন, "পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ক্যাম্পের মাধ্যমে আমরা অসহায় মানুষের মাঝে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছি বলে মনে করি।"
চিকিৎসা গ্রহণকারী বিপুলি ত্রিপুরা, যিনি উপজেলার একটি দূরবর্তী এলাকা থেকে এসেছেন। তিনি বলেন, "আমি অনেক দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলাম। এখান থেকে চিকিৎসা পেয়েছি, ওষুধও দিয়েছে। সেনাবাহিনী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে আমি খুবই কৃতজ্ঞ। এই ধরনের ক্যাম্প আমাদের খুব দরকার।"
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর