
‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলা জেলার চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই মহৎ মানবিক উদ্যোগে দুই উপজেলায় মোট ৯৬২ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চরফ্যাশনের মিয়াজানপুর ইউনিয়নের ২০৯ নম্বর পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নৌবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দল দ্বারা পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইব্রাহিম খলিলুল্লাহ। চরফ্যাশনে ৫৫২ জন এবং তজুমদ্দিনে ৪১০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবার আওতায় ছিল সাধারণ রোগ নির্ণয় ছাড়াও চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা। উপস্থিত রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী কয়েকজন বলেন, “অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। কিন্তু এই ক্যাম্পে এসে আমরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকৃত হয়েছি। আমরা নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
চাঁদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজান বলেন, “নৌবাহিনীর এই উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নয়, এটি একটি মানবিক প্রয়াস—যা সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসা তৈরি করেছে।”
চিকিৎসা ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনশেষে নৌবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরামর্শমূলক সেশন পরিচালনা করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, “উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় প্রস্তুত। এই চিকিৎসাসেবা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করছে। চরফ্যাশন ও তজুমদ্দিনে আয়োজিত চিকিৎসাসেবা কর্মসূচি তারই অংশ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর