
দেশের উত্তর-পূর্ব দিকের সুনামগঞ্জ জেলার বড়ছড়া, চারাগাঁও এবং বাগলী শুল্ক বন্দর সরকারের রাজস্ব আদায়ে একটি বড় খাত। সবার সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা ঠেলে এসব বন্দর সমানে এগিয়ে যাবে। আর এগিয়ে যেতে হলে সবার সহযোগিতার পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম।
সোমবার তাহিরপুর উপজেলার বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশ, এলাকা ও আমাদের গ্রুপের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। সরকারের রাজস্ব আদায়ের বড় একটি খাত এই তিনটি বন্দর। আপনারা সহযোগিতা করবেন, আপনারা সাথে থাকার কারণে দায়িত্ব গ্রহণের পর থেকে সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পেরেছি। গ্রুপের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে হবে।
খসরুল আলম আরও বলেন, আগামী দিনগুলোতে ব্যবসার উন্নয়নের স্বার্থে আমাদের সড়ক মেরামত, নদী খননসহ সকল বিষয়ে সমাধানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, এই প্রতিষ্ঠানের সুনাম রাখতে চাই। তাই সবার নিজ নিজ অবস্থান থেকে অনিয়ম পরিহার করে, সৎ থাকা আর ভালো পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
গ্রুপের সাধারণ সম্পাদক ও দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, কয়লা আমদানিকারক গ্রুপ সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ, অর্থ সম্পাদক নাছির মিয়া, চারাগাঁও স্টেশন পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাজী ফরিদ উদ্দিন, সহ-সভাপতি হাজী সামছুল হক প্রমুখ।
গ্রুপের সাধারণ সম্পাদক ও দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলম জানান, আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে গুরুত্ব সহকারে কাজ করছি। আশা করছি সবাই সতর্কতা অবলম্বন করে সঠিকভাবে কাজ করলে আমাদের এই গ্রুপের সুনাম বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের তিনটি শুল্ক বন্দরের অভ্যন্তরীণ সকল সমস্যার সমাধানের জন্য সরকারিভাবে সহযোগিতা পেলে ব্যাপক পরিবর্তন করতে পারবো। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধি পাবে।
সর্বশেষ খবর